সমাপতন। ১৯৮৬ বিশ্বকাপে গোল্ডেন বল জেতেন দিয়েগো মারাদোনা (Diego Maradona)। মেক্সিকোতে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা (Argentina)। ২০২২, কাতার। ফের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গোল্ডেন বল (Golden Ball) জিতলেন লিওনেল মেসি (Lionel Messi)। বিশ্বকাপের ইতিহাসে মেসিই প্রথম ফুটবলার, যিনি দুবার গোল্ডেন বল জিতলেন।
এবার বিশ্বকাপে একাধিক গোলকিপার নজর কেড়েছেন। ডোমিনিক লিভাকোভিচ, ইয়াসিন বোনো, হুগো লরিস। কিন্তু জয়ী টিমের সদস্য এমি মার্টিনেজ জিতে নিলেন গোল্ডেন গ্লাভস। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে পেনাল্টি শুটআউট থেকে ম্যাচ বাঁচিয়েছেন। ফাইনালের কঠিন লড়াইয়ে ফ্রান্সকে টাইব্রেকারে হারানোর অন্যতম নায়কও তিনি।
আরও পড়ুন: ১৬ বছরের স্বপ্নের উড়ানের ঐতিহাসিক অবতরণ! মেসিময় হয়ে রইল এই বিশ্বকাপ
এবার বিশ্বকাপে ট্যাজিক হিরো কিলিয়ান এমবাপে। ফাইনালে টিমের জন্য একা লড়লেন। ৫৬ বছর পর হ্যাটট্রিক করে নজির গড়লেন। জিতলেন গোল্ডেন বুটও। কিন্তু পরপর দুবার দেশকে বিশ্বকাপ এনে দিতে না পারার যন্ত্রণা নিয়েই মাঠ ছাড়তে হল তাঁকে।