বৃহস্পতিবার বিশ্বকাপে ছিল অঙ্ক কষার রাত। গ্রুপ ডি নিয়ে তেমন কোনও সমস্যা ছিল না। কিন্তু যতকাণ্ড গ্রুপ সি নিয়ে। কারণ একদিকে খেলছিল আর্জেন্টিনা ও পোল্যান্ড। অন্যদিকে ম্যাচ চলছিল মেক্সিকো বনাম সৌদি আরবের। প্রথম ৪৫ মিনিটে কোনও ম্য়াচেই গোল হয়নি। যার ফলে চলছিল দোলাচল। এর মধ্যে মেসির পেনাল্টি মিস, উদ্বেগ বাড়িয়েছিল আর্জেন্টাইন সমর্থকদের।
দুটি ম্য়াচেই ডেডলক খোলে দ্বিতীয়ার্ধে। মেক্সিকো এবং আর্জেন্টিনা প্রায় একই সময় গোল দিয়ে এগিয়ে যায়। ফলে শুরু হয় অঙ্ক কষার পালা। বিশেষ করে পোল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে শুরু হয় জল্পনা। ম্য়াচ হেরেও পোলিশ ফুটবলাররা দাঁড়িয়ে থাকেন মাঠের মধ্যেই। আর সৌদি আরব গোল দিতেই ৩৬ বছর পর বিশ্বকাপের নকআউটে ওঠার সেলিব্রেশন শুরু হয় তাঁদের।
বিশ্বকাপে শনিবার ভারতীয় সময় রাত সাড়ে বারোটায় প্রি-কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে মেসির আর্জেন্টিনা। প্রতিপক্ষ বারো বছর পর নকআউটে ওঠা অস্ট্রেলিয়া। রবিবার রাত সাড়ে আটটায় বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের প্রতিপক্ষ পোল্যান্ড।