৭৫তম সন্তোষ ট্রফির ফাইনালে (Santosh Trophy 2022) পৌঁছে গেল বাংলা (Bangla) । শুক্রবার সেমিফাইনাল ম্যাচে মণিপুরকে (Manipur) ৩-০ গোলে হারিয়ে দেন রঞ্জন ভট্টাচার্যের ছেলেরা । ফাইনালে বাংলার প্রতিপক্ষ কেরল (Kerala) ।
প্রথমার্ধে প্রতিপক্ষকে কার্যত মাথা তুলে দাঁড়াতেই দেয়নি বাংলা । সেমিফাইনালে ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় বাংলা । ম্যাচের ২ মিনিটের মাথায় প্রথম গোল করেন সুজিত সিং । এরপর মণিপুর ডিফেন্ডারদের চাপে ফেলে দেন ফারদিন ও গোলকিপার প্রিয়ন্ত সিং । বাংলার হয়ে দ্বিতীয় গোলটি করেন ফারদিন । ম্যাচের প্রথমার্ধে কয়েক মিনিটের মধ্যেই বাংলা ২-০ গোলে এগিয়ে যায় । এদিকে, প্রথমার্ধের শেষের দিকে সুধীর লাইটনজ্যামের শটে গোল করার সুযোগ পায় মণিপুর । কিন্তু, তা রুখে দেন বাংলার গোলরক্ষক প্রিয়ন্ত সিং ।
আরও পড়ুন, KKR to build cricket stadium : কেকেআর-এর নতুন উদ্যোগ, আমেরিকায় ক্রিকেট স্টেডিয়াম বানাচ্ছেন শাহরুখরা
দ্বিতীয়ার্ধেও মরিয়া চেষ্টা করেছিল মণিপুর । কিন্তু, তারপরেও পয়েন্ট আসেনি মণিপুরের ঝুলিতে । বাংলার হয়ে তৃতীয় গোলটি করেন দিলীপ ওঁরাও । ম্যাচের সেরা হয়েছেন প্রিয়ন্ত কুমার সিং ।
২ মে সন্তোষ ট্রফির ফাইনাল । মুখোমুখি হচ্ছে বাংলা ও কেরল । এবারের সন্তোষ ট্রফিতে একমাত্র কেরলের কাছেই হেরেছিল বাংলা । সন্তোষ ট্রফিতে সব সময় ফেভারিট বাংলা । এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে ৩২ বার চ্যাম্পিয়ন হয়েছে টিম । রানার্স হয়েছে ১৩ বার । ফের বাংলার সামনে জয়ের হাতছানি । এবার ফাইনালে কেরলকে হারিয়ে ফের সন্তোষ ট্রফি বাংলার ঘরে আসে কি না, সেটাই দেখার ।