কাতারে ফুটবল বিশ্বকাপ। চার বছরের প্রস্তুতি সেরে নেমেছেন মেসি, রোনাল্ডো, নেইমার, এমবাপেরা। ফুটবল উদযাপনে বাঙালি সবথেকে আগে। রাত জেগে ম্যাচ দেখা চলছে। আর কলকাতায় আকাশে চলছে ব্রাজিল-আর্জেন্টিনা, ফ্রান্স-জার্মানি, পর্তুগাল-নেদারল্যান্ডসের মতো হাইভোল্টেজ ম্যাচ।
সন্তোষ মিত্র স্কয়্যারে বেশ কয়েকটি ঘুড়ির দোকান আছে। তারমধ্যে সবথেকে শেষ দোকানটির নাম ইন্ডিয়া কাইট। এই দোকানেই পাওয়া যাচ্ছে বিশ্বকাপের স্পেশাল ঘুড়ি। কাতার বিশ্বকাপে অংশ নিয়েছে ৩২টি দেশ। বিখ্যাত দেশগুলির পতাকার আদলে ঘুড়ি তৈরি করছে ইন্ডিয়া কাইট। কোনওটা জার্মানি, কোনওটা ব্রাজিল, কোনওটা আবার আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের লোগো দেওয়া ঘুড়িও আছে। আছে বিশ্বকাপ ম্যাসকটের ঘুড়ি, ফিফার ঘুড়়ি। প্রত্যেকটি ঘুড়ির দাম ১৫-২০ টাকা। সব মিলিয়ে ঘুড়ির লড়াইয়ে জমজমাট কলকাতার বিশ্বকাপ।
এই দোকানের মালিক অজিত দত্ত। বয়স ৫৬ বছর। ছোট বেলা থেকেই ফুটবল ভালবাসেন। শৈশবে নিজেও ফুটবল খেলতেন। সেই ভালবাসাকেই ব্যবসার মধ্যে তুলে ধরতে চান তিনি। অজিত দত্ত জানান, "ক্রিকেট বা ফুটবল বিশ্বকাপে এই ধরনের ঘুড়ি বানাই। ৩২টি দেশ খেলে ফুটবল বিশ্বকাপে। প্রত্যেকটি দেশের পতাকা দিয়ে ঘুড়ি বানাই। বাঙালির সেরা খেলা ফুটবল। তাই ফুটবল বিশ্বকাপে এটা আরও বেশি করে হয়।"