মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি পর্বে ন্যু ক্যাম্পে বার্সেলোনাকে হারিয়ে সেমিফাইনালে প্যারিস সাঁ জা। জোড়া গোল করলেন কিলিয়ান এমবাপে। প্রথম পর্বে ৩-২ গোলের ব্যবধানে জিতেছিল বার্সেলোনা। দ্বিতীয় পর্বে ৪-১ গোলের ব্যবধানে জয় প্যারিস সেইন্ট জার্মেইনের। বরুসিয়া ডর্টমুন্ড ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ।
বার্সেলোনার হয়ে এদিনও শুরুটা করেন রাফিনহা। ১২ মিনিটে গোল করেন তিনি। ২৯ মিনিটে লাল কার্ড দেখেন বার্সার আরাউহো। ৪০ মিনিটে পিএসজির হয়ে সমতা ফেরান উসমাল দেম্বেলে। দ্বিতীয়ার্ধে পিএসজির হয়ে গোল করেন ভিতিনগা। এরপরই পরপর দুই গোল করেন এমবাপে।