বন্দুকবাজের হামলার জেরে মাঝপথে বন্ধ হয়ে গেল বেলজিয়াম ও সুইডেনের ফুটবল ম্যাচ। ওই ঘটনায় দুই সুইডেন সমর্থকের মৃত্যু হয়েছে। তারপরেই দুই দেশের ফুটবলাররা মাঠে নামতে চাননি।
আগামী বছর রয়েছে ইউরো কাপ। তার আগে যোগ্যতা অর্জন ম্যাচ চলছিল ব্রাসেলসের হেসেল স্টেডিয়ামে। খেলা চলছিল বেলজিয়াম ও সুইডেনের মধ্যে। কিন্তু সেসময় ওই স্টেডিয়াম থেকে পাঁচ কিলোমিটার দূরে একটি রেলস্টেশনে গুলি চালানোর ঘটনা ঘটে। তারপরেই বন্ধ করে দেওয়া হয় স্টেডিয়ামের সবকটি গেট। খেলোয়াড়দেরও ড্রেসিং রুম থেকে বের করা হয়নি।
Read More- ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে উচ্ছ্বসিত নন গম্ভীর! কী বললেন বিজেপি সাংসদ?
এই ঘটনায় কোনও জঙ্গি যোগ রয়েছে কিনা তা এখনও জানা যায়নি। অন্যদিকে ইজরায়েল ও হামাস যুদ্ধের প্রসঙ্গও উড়িয়ে দেওয়া হচ্ছে না। তবে বেলজিয়াম সরকারের তরফে জানানো হয়েছে, সন্দেহভাজন বন্দুকবাজ IS এর সদস্য হতে পারে।