AFC কাপের যোগ্যতা অর্জন ম্যাচে জাতীয় দলে জায়গা পেলেন বাংলার ছেলে ঋত্বিক দাস (Ritwik Das)। দীর্ঘদিন পর দলে ফিরলেন হরমনজ্যোত খাবরাও। গোলকিপার লক্ষ্মীকান্ত কাট্টিমানিও ডাক পেলেন জাতীয় দলে। বাদ পড়লেন প্রণয় হালদার। জর্ডনের বিরদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে মঙ্গলবারই দোহা রওনা দেয় টিম ইন্ডিয়া (Team India)।
আইএসএলে জামশেদপুর এফসি (Jamshedpur FC) টিমে খেলেছিলেন বাংলার ছেলে ঋত্বিক দাস। তাঁর সেই পারফরম্যান্সই তাঁকে জাতীয় দলে সুযোগ করে দেয়। প্রথম ২৫ সদস্যের মধ্যে জায়গা পান তিনি। AFC কাপের যোগ্যতা অর্জন পর্বে ৮ জুন যুবভারতী স্টেডিয়ামে নামবে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ কম্বোডিয়া। ১১ জুন দ্বিতীয় ম্যাচে সুনীলদের (Sunil Chetri) প্রতিপক্ষ আফগানিস্তান। ১৪ জুন শেষ ম্যাচ হংকংয়ের বিরুদ্ধে।
আরও পড়ুন: উত্তরবঙ্গ থেকে সন্তোষ ট্রফিতে সুযোগ, এবার গোলকিপার রাজার স্বপ্ন বড় টিমের জার্সি
এবার AFC কাপের মূল পর্বে ওঠার জন্য মরিয়া টিম ইন্ডিয়ার কোচ ইগর স্টিমাচ। এপ্রিল মাস থেকে ফুটবলারদের নিয়ে প্রস্তুতি শুরু করে দেন তিনি।