সন্তোষ ট্রফির (Santosh Trophy 2022) সেমিফাইনালে শুক্রবার মণিপুরের সামনে বাংলা (Bengal)। প্রথম সেমিফাইনালে কর্নাটককে ৭-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠে গিয়েছে কেরল (Kerala)। মণিপুরের বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনালে ফেভারিট বাংলাই।
এবার সন্তোষ ট্রফিতে দারুণ ফর্মে আছেন বাংলার তরুণ স্ট্রাইকার ফারদিন আলি মোল্লা। গত ম্যাচে জোড়া গোল করেন তিনি। মণিপুরের বিরুদ্ধে ফারদিনের ওপর অনেকটা দায়িত্ব থাকছে। এছাড়াও টিমের অধিনায়ক মনোতোষ চাকলাদার, মহীতোষ রায়, তন্ময় ঘোষরা আছেন। টিমে আছেন অভিজ্ঞ ফুটবলার প্রিয়ন্ত সিংও।
আরও পড়ুন: টানা ৫ ম্যাচে হার কেকেআরের, অনিশ্চিত হয়ে পড়ল ইডেনের প্লে-অফ
গ্রুপ বি-তে শক্তিশালী দল মণিপুর। ৪টি ম্যাচ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল তাঁরা। তাই বাংলার লড়াই খুব একটা সোজা হবে না। তবে মণিপুরকে হারিয়ে ফাইনালে যাওয়া নিয়ে আত্মবিশ্বাসী বাংলা।
সন্তোষ ট্রফিতে সব সময় ফেভারিট বাংলা। এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে ৩২ বার চ্যাম্পিয়ন হয়েছে টিম। রানার্স হয়েছে ১৩ বার। ফের বাংলার সামনে জয়ের হাতছানি। মণিপুরের বিরুদ্ধে সেমিফাইনাল জিতলে ফাইনালে বাংলার প্রতিপক্ষ কেরল। এবার টুর্নামেন্টে একটি ম্যাচে কেরলের বিরুদ্ধেই হেরেছে বাংলা।