সন্তোষ ট্রফির বদলা। জাতীয় গেমসে কেরলকে হারিয়ে সোনা জয় বাংলার। ৫-০ গোলে জিতল কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যের টিম। ফাইনালে হ্যাটট্রিক অধিনায়ক নরহরি শ্রেষ্ঠার। রবি হাঁসদা ও অমিত চক্রবর্তী একটি করে গোল করেন।
সন্তোষ ট্রফির ফাইনালে কেরলের কাছে টাইব্রেকারে হারতে হয় বাংলাকে। এবার জাতীয় গেমসে তাঁরই যেন বদলা নিল বিশ্বজিৎ ভট্টাচার্যের ছেলেরা। এবার প্রথম থেকেই দারুণ পারফরম্যান্স করে বাংলা। ফাইনালে কেরলের বিরুদ্ধে আন্ডারডগ হিসেবেই নেমেছিল বাংলা। কিন্তু এদিন প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় বাংলা। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে ম্যাচে আধিপত্য ধরে রাখেন নরহরিরা।
আরও পড়ুন: দিল্লিতে সহজ জয় ধাওয়ান ব্রিগেডের, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জয় ভারতের
এদিন ম্যাচে প্রথম থেকেই ছন্দে ছিল বাংলা টিম। টিমের অন্যতম ফুটবলার নরহরির গোলে এগোতেই যেন বাড়তি আত্মবিশ্বাস ফিরে পায় টিম। কেরলের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে জয়ের তাগিদ আরও বেড়ে যায়। তবে কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য কিন্তু এই জয়কে সন্তোষ ট্রফির বদলা হিসেবে দেখতে চাইছেন না। তিনি জানান, দুটি টুর্নামেন্ট আলাদা। তাই এই জয়ের তৃপ্তিও আলাদা।