দেশের তৃণমূল স্তর থেকে ফুটবলার তুলে আনাই লক্ষ্য। এবার লা লিগা অ্যাকাডেমি ফুটবল স্কুলসের সঙ্গে গাঁটছড়া বাঁধল ভবানীপুর ক্লাব ও প্রো ইন্ডিয়া। দেশে ও রাজ্যের কোচদের প্রশিক্ষণ দেওয়া হবে। বিভিন্ন জেলা থেকে প্রতিভাবান ফুটবলারদের তুলে এনে তাঁদের সর্বোচ্চ মঞ্চে পৌঁছে দেওয়ার কাজ করবে ভবানীপুর ক্লাব। তাঁদের সাহায্য করবে লা লিগা অ্যাকাডেমি ফুটবল স্কুলস। 'ভবানীপুর এফসি প্রো-ইন্ডিয়া সেন্টার অফ এক্সেলেন্স'-এই নামে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে।
কী কী পরিকল্পনা
শনিবার এক সাংবাদিক বৈঠক করেন ভারত লা লিগা অ্যাকাডেমির টেকনিক্যাল ডিরেক্টর মিগুয়েল কাসাল। ওই সাংবাদিক বৈঠকে ছিলেন ভবানীপুর ক্লাবের কর্তা সৃঞ্জয় বোস, IFA চেয়ারম্যান সুব্রত দত্তরাও। লা লিগার অ্য়াকাডেমির ফুটবল পাঠ্যক্রম নিয়ে কাজ করা হবে। এএফসি ও লা লিগার অনুমোদিত কোচদের হাতে সেই পাঠ্যক্রম তুলে দেওয়া হবে। বেসরকারি সংস্থার মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্ত্বার সাহায্য নিয়ে তরুণ ফুটবলারদের তুলে আনা হবে। পেশাদারি সংস্থার সঙ্গে চুক্তি করে অ্যাকাডেমির ম্যাচ, লিগ, অনুশীলনের প্রচার হবে।
ভবানীপুর ক্লাবের কর্তা সৃঞ্জয় বোস বলেন, "ভবানীপুর ক্লাব ও প্রো ইন্ডিয়া অ্যাকাডেমি করার চেষ্টা করেছিলাম। অবশেষে লা লিগার সঙ্গে স্কুল ফুটবল প্রজেক্টের মাধ্যমে বাচ্চাদের নিয়ে এই পরিকল্পনা শুরু করছি। বাংলা জুড়ে একাধিক সেন্টার গড়ে তোলা হবে।"