যুবভারতীতে ফিরেই তিন গোল বোরহার। পাঁচ গোলের রুদ্ধশ্বাস ম্যাচ। তবুও আইএসএল ঘরে ফিরেও হারের সরণিতেই ইস্টবেঙ্গল। শুক্রবার কলকাতায় হারের হ্যাটট্রিকের বৃত্ত সম্পন্ন করে লিগের তালিকায় ১২ নম্বরে কার্লোস কুয়াদ্রাতের লাল-হলুদ। এদিনের ম্যাচে তিন-দুই গোলে হেরে মাঠ ছাড়ল কলকাতার এই দল। শেষ আট মিনিটে প্রতিপক্ষ গোয়াকে ১০ জনে পেয়েও ম্যাচ ড্র করতে পারলেন না ক্লেটন সিলভারা।
এদিন ম্যাচের ১৩ মিনিটে ইস্টবেঙ্গলে খেলে যাওয়া বোরহার গোলে লিড নেয় এফসি গোয়া। ২০ মিনিটে গোয়ার হয়ে দ্বিতীয় গোল এই স্প্যানিশের। ২৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইস্টবেঙ্গলে ম্যাচে ফেরান এই বছর লাল-হলুদে সই করা মাদি তালাল। প্রথম ৪৫ মিনিটে ২-১ গোলে পিছিয়ে মাঠ ছেড়েছিল ইস্টবেঙ্গল।
দ্বিতীয়ার্ধে বেশ গুছিয়ে শুরু করছিল কলকাতার এই দল। কিন্তু তাদের দুর্বল ডিফেন্সের সুযোগ নিয়ে ম্যাচ ৩-১ করে ফেলে গোয়া। এবারও গোলদাতা সেই বোরহা। ৮১ মিনিটে গোয়ার কার্ল ম্যাগুই লাল কার্ড দেখে মাঠের বাইরে যান। সেই সুযোগে পাল্টা আক্রমণে এসে ডেভিডের গোলে ম্যাচ তিন-দুই করেছিল ইস্টবেঙ্গল। কিন্তু শেষরক্ষা হল না। তিন ম্যাচে কলকাতার এই দলের পয়েন্ট এখনও শূন্য।