এই খবর অপ্রত্যাশিত ছিল না লাল-হলুদ জনতার কাছে। কিন্তু সুপার কাপ জয়ের আনন্দে তাঁদের মন ভারাক্রান্ত হল। কারণ, ইস্টবেঙ্গল ছাড়ছেন বোরহা। এই মাসের ৩১ তারিখ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় পর্ব। এই পর্বে গোয়ার জার্সিতে দেখা যাবে স্প্যানিশ এই মিডফিল্ডারকে। বোরহা গোয়া যাত্রা আগেই ঠিক ছিল। ফলে নতুন করে ইস্টবেঙ্গল মাঝমাঠে শূন্যতা দেখা দিল।
তবে, বোরহা বদলে স্পেন থেকে লাল-হলুদে খেলতে আসতে পারেন একদা লিও মেসির সতীর্থ ভিক্টর ভাসকোয়েজ। যিনি বার্সিলোনা যুব দল থেকে ফুটবল খেলা শুরু করেন। সেইসময় ওই দলে খেলতেন লিও মেসি। লা গ্যালাক্সি, টরোন্টো এফসিতে খেলা মিডফিল্ডারের সঙ্গে কথাবার্তা চলছে লাল-হলুদের।
এই মরশুমে গোয়ার কোচ মানোলো মার্কোয়েজ। একসময় হায়দরাবাদের কোচ ছিলেন তিনি। হায়দরাবাদে মানালোর কোচিংয়েই খেলেছেন বোরহা। আর সেই সম্পর্কেই ইস্টবেঙ্গল মিডফিল্ডারের নতুন ঠিকানা হচ্ছে গোয়া।