মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে শুক্রবার বিশ্বকাপে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। এই ম্যাচে হারলেই বিশ্বকাপ থেকে বিদায়। কিন্তু জিতলে, সেমিফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। কাতারে শুক্রবার দুই মেগা ম্যাচের দিকে তাকিয়ে ফুটবলবিশ্ব।
কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি ক্রোয়েশিয়া। এবার বিশ্বকাপে শুরু থেকেই ছন্দে ব্রাজিল।উঠে এসেছেন নতুন তারকা রিচার্লিসন। ব্রাজিল ফুটবলের নতুন প্রজন্মে অনেক তারকাই এবার মন কেড়েছেন। ভিনিসিয়াস, মার্টিনেলি, রাফিনহা, গ্যাব্রিয়েল জেসুস। ক্যামেরুনের বিরুদ্ধে টিমে কিছু পরিবর্তন করে ম্যাচ হারতে হয় ব্রাজিলকে। কিন্তু প্রি-কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে দারুণ ছন্দে ফিরে আসে ব্রাজিল। দলে ফিরেই গোল পেয়েছেন নেইমারও।
এবার বিশ্বকাপে নিজেদের শক্তি প্রমাণ করেছে আর্জেন্টিনাও। লিওনেল মেসি একা নন। এবার টুর্নামেন্টে নিয়মিত গোল পাচ্ছেন আলভারেজ। গোল করেছেন আর্জেন্টিনার আরও এক ফুটবলার ম্যাক অ্য়ালিস্টার। তবে নেদারল্যান্ড ম্যাচে চিন্তা, ছিটকে গিয়েছেন দি পল। দি মারিয়া গত ম্যাচে ছিলেন না। নেদারল্যান্ডসের বিরুদ্ধে তাঁকে প্রথম একাদশে আনতে পারেন স্কালোনি।