ঠিক এক বছর আগে ফুটবল সম্রাট পেলে বিদায় নেন। গত ২৯ ডিসেম্বর এদিনই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুবার্ষিকীতে অভিনব শ্রদ্ধার্ঘ্য জানাল ব্রাজিল।
রিও ডি জেনেরিওয়ের পরিচয় ক্রাইস্ট দ্যা রিদিমার। যিশুর দুহাত ছড়ানো পূর্ণাবয়ব মূর্তি। এই মূর্তিকেই পেলের ১০ নম্বর জার্সি পরানো হয়। না সত্যিকারের জার্সি নয়। লেজার শোয়ের মাধ্যমে তুলে ধরা হয় ব্রাজিলের জার্সি। এদিন ফিফার পক্ষ থেকেও ফুটবল সম্রাটকে সম্মান জানানো হয়। ফিফা শ্রদ্ধার্ঘ্যে লেখে, "এক বছর কেটে গিয়েছে, কিংবদন্তী নেই।"