রাশিয়ার পর কাতারেও ব্রাজিলের স্বপ্নভঙ্গ। হারের দু ঘণ্টার মধ্যেই ইস্তফা দিলেন জাতীয় দলের কোচ তিতে। ২০১৬ সালে দলের দায়িত্ব নিয়েছিলেন। শুক্রবার রাতে ব্রাজিলের হারের পরই নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তিতে।
২০১৪ বিশ্বকাপে ঘরের মাঠে নেইমারদের দায়িত্বে ছিলেন দুঙ্গা। ২০১৬ সালে ব্রাজিলের দায়িত্ব নেন তিতে। শুক্রবার রাতে ৪-২ ব্যবধানে পেনাল্টি থেকে হেরে বিদায় নিয়েছে সেলেকাওরা। এরপরই তিতে জানিয়ে দেন, আগামী বিশ্বকাপের শেষ পর্যন্ত আর ফিরবেন না তিনি। তিতে জানান, কেরিয়ারে তাঁর জয়ের কিছু নেই। শুধুমাত্র বিশ্বকাপই বাকি ছিল।
২০১৮ ও ২০২২, কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় ব্রাজিলের। এর আগে পরপর দুটি বিশ্বকাপে ব্রাজিলের কোচের দায়িত্ব পেয়েছিলেন তেলে সান্তানা। ১৯৭৮ ও ১৯৮২ সালে ব্রাজিলের কোচ ছিলেন তিনি। ২০২১ সালে কোপা আমেরিকার ফাইনালেও আর্জেন্টিনার বিরুদ্ধে হারতে হয় তিতের ব্রাজিলকে। এবার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে হেরে বিদায়।