কোপা অভিযানের প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিলের তরুণ ব্রিগেড। কোস্টারিকার বিরুদ্ধে গোলশূন্য ড্র হয়েই শেষ হল ম্যাচ। বারবার আক্রমণে গিয়েও শেষ রক্ষা হল না। গোলের মুখ খুলতে ব্যর্থ রড্রিগো, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহারা। একরাশ হতাশা নিয়ে ঘরে ফিরলেন ব্রাজিল সমর্থকরা।
২০১৯ সালে কোপা চ্যাম্পিয়ন। ২০২০ সালে আর্জেন্টিনার বিরুদ্ধে ফাইনালে হার। ২০২৪-এ নেইমার-হীন ব্রাজিল অনেকটাই প্রত্যাশা তৈরি করেছে। নতুন কোচ দোরিভাল জুনিয়রের হাত ধরে কোপার প্রথম ম্যাচ খেলতে নামেন তাঁরা। কোস্টারিকার বিরুদ্ধে ৪-৩-৩ ফর্মেশনে শুরু থেকেই আক্রমণের ঝাঁজ তোলে ব্রাজিল। ৩০ মিনিটে ব্রাজিলের হয়ে প্রথম গোল করেন মারকুইনহো। VAR প্রযুক্তিতে সেই গোল বাতিল হয়ে যায়।
এরপর বারবার আক্রমণ ও প্রতি আক্রমণে সুযোগ তৈরি করলেন ভিনি-রড্রিগোরা। কিন্তু ফিনিশ করে আসতে পারলেন না। প্রথমার্ধে গোল না পেলেও, দ্বিতীয়ার্ধে নতুন করে শুরু করে ব্রাজিল। দুই দিকের উইংকে ব্য়বহার করে বারবার কোস্টারিকার রক্ষণ ভাঙার চেষ্টা করে ব্রাজিল। ৮৭ মিনিটে রড্রিগোর কাছে নিশ্চিত সুযোগ এসেছিল। কিন্তু গোল হয়নি। ব্রাজিলের পেনাল্টির আবেদনও নাকচ হয়ে যায়।