বিশ্ব ফুটবলে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে এবার এককাট্টা ব্রাজিল। তাই চিরাচরিত হলুদ জার্সি ছেড়ে ব্রাজিল ফুটবলাররা মাঠে নামলেন কালো জার্সি গায়ে। স্পেনের বার্সিলোনায় গিনির বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে এই অভিনব প্রতিবাদ দেখালেন ভিনিসিয়াস জুনিয়ররা। তবে প্রথমার্ধের পরে দ্বিতীয়ার্ধে ফের তাঁরা হলুদ জার্সিতেই মাঠে ফিরেছেন। ম্যাচে চার-এক গোলে জিতেছে ব্রাজিল। ম্যাচের আগেই ব্রাজিল জানিয়েছিল, তারা কালো জার্সিতেই প্রথমে মাঠে নামবে।
শুধু মাঠ নয়, তার আগে থেকেই বর্ণবিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিয়েছে ব্রাজিল দল। ড্রেসিংরুম ঢেকে রাখা হয়েছিল কালো কাপড় দিয়েছে। প্রতিটি ফুটবলারের কালো জার্সি ঝুলিয়ে রাখা হয়েছিল। এমনকী ড্রেসিং রুমে ঢোকার ঠিক আগে একটি সাইন বোর্ডেও ঝোলানো ছিল বর্ণবিদ্বেষের বিরুদ্ধে বার্তা।
মূলত গিনির প্রবল গরমের জন্য স্পেনের বার্সিলোনায় এই ম্যাচ আয়োজন করা হয়েছিল। এস্প্যানিয়লের মাঠে ব্রাজিল ফুটবলারদের এই প্রতিবাদ নেট দুনিয়ায় ঝড় তুলেছে। মিলিটো, রিচার্লিসনদের এই প্রতিবাদের প্রশংসা করেছেন অনেকেই।