কাতার বিশ্বকাপে শেষ ষোলোয় পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সোমবার দোহার 974 স্টেডিয়ামে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিল ম্য়াচ জিতল ১-০ গোলে। ৯ গোল মেশিনকে নিয়ে এবার বিশ্বকাপে গিয়েছেন কোচ তিতে। তাতেও তাঁর দল জিতল ক্যাসিমেরোর গোলে। যদিও ৬২ মিনিটে ভিনিসিয়ায় জুনিয়রের গোল বাতিল হয় অফসাইডের ফাঁদে।
মাঠে হাজির ছিলেন বিশ বছর আগে চ্যাম্পিয়ন হওয়া অধিনায়ক কাফু। সঙ্গে ছিলেন তাঁর সতীর্থ রবার্তো কার্লোস। আর ছিলেন বিশ বছর আগে যাঁর পা থেকে ব্রাজিল বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল সেই রোনাল্ডো। তাতেও সুইৎজারল্যান্ডকে হারাতে ব্রাজিলকে অপেক্ষা করতে হল ৮৩ মিনিট পর্যন্ত। পরিসংখ্য়ানে দাবি, এতদিন বিশ্বকাপে ব্রাজিলের বিরুদ্ধে হারেনি সুইৎজারল্যান্ড। সেই মিথ এদিন ভাঙল ক্য়াসিমেরোর গোল। নেইমার নেই। তাঁর জায়গায় ফ্রেড। পরিবর্তন এটাই। তাতেও কিছুই দানা বাঁধেনি আক্রমণ। বরং নেইমারের না থাকাটে বেশ টের পেয়েছেন তিতে। কারণ, ৯ জন গোলমেশিনের কেউ-ই সুইস ডিফেন্স ভাঙতে পারেননি।
বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের পর দ্বিতীয় দল হিসাবে কাতার বিশ্বকাপের নক-আউটে উঠল ব্রাজিল। এক ম্য়াচ বাকি রেখেই শেষ ষোলোয় সেলেকাওরা। ম্য়াচ শেষে ব্রাজিল কোচ তিতে জানিয়েছেন, তিন পয়েন্ট জরুরি ছিল, এসেছে। তবে নেইমারের না থাকা যে একটা শূন্য়তা, তা কার্যত স্বীকার করেছেন ব্রাজিল কোচ।