অধিনায়ক নেইমারকে ছাড়াই বিশ্বকাপের অনুশীলন শুরু করে দিল ব্রাজিল। সোমবার তিতের দল প্রথম অনুশীলন করল ইতালির তুরিনে। জুভেন্তাসের মাঠে ব্রাজিলের অনুশীলনে ঠিক সময়ে পৌঁছতে পারলেন না নেইমার এবং দলে অন্য়তম সেরা ডিফেন্ডার মারকুইনহোস। কিন্তু কেন প্রথম দিনের অনুশীলনে অনুপস্থিত নেইমার। কারণ, বিমানের যান্ত্রিক গোলযোগ। নেইমার এবং মারকুইনহোস দু জনেই প্যারি সাঁজার ফুটবলার। রবিবার লিগের ম্য়াচ খেলেছিলেন দু জনে। সকালের উড়ানে তাঁদের ইতালি আসার কথা ছিল। কিন্তু বিমান বন্দরে এসে তাঁদের উড়ান বদল করতে হয়। ফলে ঠিক সময়ে অনুশীলনে আর যেতে পারেননি এই দুই ফুটবলার।
তবে কাতার যাওয়ার আগে এদিন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা বেশ জোসের সঙ্গেই শুরু করেছে। প্রথমদিনের অনুশীলনে হাজির ছিলেন ৩৯ বছরের দানি আলভেজও। তাঁকে নিয়েই এবার দলগঠনে যাবতীয় বিতর্ক। সেই বিতর্ক অবশ্য় উড়িয়ে দিয়েছেন ব্রাজিল কোচ তিতে। প্রথম দিনের অনুশীলন হাল্কা মেজাজেই পাওয়া যায় গোটা দলকে। এদিন মোট ১৪ জন ফুটবলারকে নিয়েই প্রথম দিনের অনুশীলন করেছে ব্রাজিল।
ইতিমধ্য়ে ব্রাজিলের গোলরক্ষক অ্য়ালিসন বেকার দাবি করেছেন, কাতার বিশ্বকাপে অন্য ব্রাজিলকে পাওয়া যাবে। সেটাই স্বাভাবিক। কারণ নয় জন গোল মেশিনকে এবার স্কোয়াডে রেখেছেন কোচ তিতে। দাবি করেছেন, এটাই বিশ্বকাপে সেরা ব্রাজিল দল। ২৪ নভেম্বর ব্রাজিলের প্রথম ম্য়াচ। প্রতিপক্ষ সার্বিয়া। এছাড়াও নেইমারদের গ্রুপে আছে সুইৎজারল্য়ান্ড ও ক্য়ামেরুন। সহজ গ্রুপ, তা মোটেই বলা যাচ্ছে না।