বিশ্বকাপের স্বপ্ন। ২০ বছর পর কাতারে ফের বিশ্বকাপের স্বপ্ন দেখছে ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন। পূর্বসূরিদের আত্মবিশ্বাস আর উত্তরসূরিদের আত্মমর্যাদা। নেইমার, রিচার্লিসনদের কাঁধে তাই অনেকটা দায়িত্ব। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জিতে সেই চাপ লাঘব করতে চান কোচ তিতেও।
গতবারের রানার্স। এবার বিশ্বকাপেও শেষ আটে। ক্রোয়েশিয়া পরপর ২ বার বিশ্বকাপে সাফল্যের পথে। গতবার ব্রাজিলকে সামনে পায়নি টিম। এবার লুকা মদ্রিচ, পেরিসিচরা তাই অনেক বেশি সতর্ক। একটা ভুলে খেলা শেষ হয়ে যেতে পারে। শেষ ম্যাচে জাপানের বিরুদ্ধে ড্র করে আটকে গিয়েছিল ক্রোয়েশিয়া। কিন্তু পেনাল্টি শুটআউট থেকে জিতে শেষ আটে পৌঁছেছে টিম। ব্রাজিল কিন্তু এবার অনেক বেশি আত্মবিশ্বাসী। গত ম্যাচ দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে। পরপর গোল পেয়ে আরও আত্মবিশ্বাসী রিচার্লিসন। চোট কাটিয়ে টিমে ফিরেই গোল পেয়েছেন নেইমারও। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে রক্ষণকে আরও মজবুত করতে চায় টিম।
জোগা বেনিতো। ব্রাজিল ভাল ফুটবলের সমার্থক। আর তাই বিশ্বজুড়ে ব্রাজিলের সমর্থক বোধ হয় এত বেশি। ২০০২ সালে শেষবার রোনাল্ডোর হাত ধরে বিশ্বকাপ। আর মাত্র তিনটি ম্যাচ। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল আর ফাইনাল। জিতলেই হেক্সার স্বপ্ন পূরণ হবে ব্রাজিলের। আশায় বুক বেঁধেছেন সমর্থকরা।