যা চাওয়া হয়, সব পাওয়া যায় না। বিশ্বকাপ (Qatar World Cup 2022) তার প্রকৃষ্ট উদাহরণ। গ্রুপ পর্বেই কান্না, উচ্ছ্বাস, আবেগের বিস্ফোরণ। শুক্রবার গ্রুপ পর্ব থেকে বিদায় নিল ১৬টি দেশ। সুইজারল্যান্ডের বিরুদ্ধে হেরে বিদায় নিল সার্বিয়া। আর গ্রুপের শেষ পর্বে ইতিহাস তৈরি করে ব্রাজিলকে (Brazil) হারাল ক্যামেরুন (Cameroon)। বিদায় নিয়েছে তাঁরাও। এবার নক-আউটের আসল যুদ্ধ।
ব্রাজিলের বিরুদ্ধে জিতলেও এবার ক্যামেরুনের প্রি-কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ ছিল না। নক-আউট পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। এশিয়ার অন্যতম ফুটবল শক্তি হিসেবে পর্তুগালকে হারিয়েছে তাঁরা। তাই লড়াই সহজ হবে না।
আরও পড়ুন: কোরিয়া কাঁটায় আটকে গেল উরুগুয়ে, জিতেও বিশ্বকাপ থেকে বিদায় সুয়ারেজদের
অন্যদিকে পর্তুগালের মুখোমুখি হবে সুইৎজারল্যান্ড। সার্বিয়ার বিরুদ্ধে দারুণ ফুটবল উপহার দিয়েছেন সুইসরা। তবে রোনাল্ডোদের বিপক্ষে আরও শক্তিশালী হতে হবে। ২টি গোল হজমও করেছে তাঁরা।