ব্রাজিল ম্য়াচ জয়ের পরেই আর্জেন্টিনা বধের নীল নকশা তাঁরা তৈরি করে ফেলেছেন। মেসিদের বিরুদ্ধে মাঠে নামার আগে একথা জানিয়ে দিলেন চার বছর আগের বিশ্বকাপের রানার্স ক্রোয়েশিয়ার কোচ ডালিচ। তাঁর দাবি, আর কোনও দলকে তাঁর দল ভয় পায় না। কারণ, তাঁরা বিশ্বের এক নম্বর ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন। মেসির জন্য এই ম্য়াচে তাঁর বিশেষ কোনও পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন ডালিচ। কারণ, গোটা দলের কাছে তাঁর একটাই নির্দেশ শুধু মেসি নয়, গোটা আর্জেন্টিনাকে নজরে রাখতে। ফুটবল পন্ডিতদের দাবি, ব্রাজিল ম্য়াচের ছকেই দল সাজাতে চলেছে ক্রোয়েশিয়া। তাঁদের আত্মবিশ্বাস বাড়িয়ে পর পর দুটি ম্য়াচ টাইব্রেকারে জয়ের পর। কারণ, ক্রোটদের কাছে লুকা মদ্রিজের পাশাপাশি আশা ভরসা এখন একটাই নাম ডমিনিক লিভাকোভিচ। এই ক্রোট গোলকিপারই এখন ডালিচের দলের দূর্গ।
চার বছর আগে রাশিয়ায় গ্রুপের ম্য়াচে মেসিদের বিধ্বস্ত করেছিল ক্রোয়েশিয়া। সেই ম্য়াচে গোল ছিল লুকা মদ্রিজ, মানজুকিচ এবং ইভান পেরিসিচের। তাই প্রথম সেমিফাইনালের আগে পেরিসিচের দাবি, আর্জেন্টিনাকে তাঁরা আগেও হারিয়েছেন। তাই নতুন করে আর মেসি ভিতি নেই তাঁদের মধ্য়ে। একইসঙ্গে ক্রোট ফুটবলারের দাবি, ব্রাজিলকে হারানোর পর তাঁরা এখন যে কোনও দলে বিরুদ্ধে জিততে তৈরি।
তবে ডালিচ এবং পেরিসিচ যতই এই দাবি করুক, দেশের দৈনিক সংবাদপত্রকে লুকা মদ্রিজ জানিয়েছেন, এই ম্য়াচে একজন ফ্য়াক্টর হতে পারেন। তিনি লিও মেসি। কারণ, এটাই মেসির শেষ বিশ্বকাপ। সেইসঙ্গে মেক্সিকো ম্য়াচ থেকে অন্য ফর্মে পাওয়া যাচ্ছে মেসিকে। যা শুধু প্রতিপক্ষের কাছে ভয়ের নয়, উদ্বেগেরও।