আর্জেন্টিনা (Argentina) কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে। সোমবার গভীর রাতে নামছে ব্রাজিল (Brazil)। চোট পেয়ে গ্রুপ ম্যাচে ছিলেন না নেইমার (Neymar Jr)। সোমবার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ফিরছেন তিনি। গত ম্যাচে হারার পর নেইমার যে ফিরছেন, সাফ জানিয়ে দিলেন ব্রাজিলের কোচ তিতে (Tite)।
রবিবার প্র্যাকটিসে ফিরতে দেখা যায় নেইমারকে। তারপরই ব্রাজিল টিমের পক্ষ থেকে জানানো হয়, টিমে ফিরছেন নেইমার।কোরিয়ার বিরুদ্ধে নামার আগে তিতে জানিয়েছেন, রবিবার যদি প্র্যাকটিসে নাও ফিরতেন, তবুও প্রথম একাদশে সুযোগ পেতেন নেইমার । গত ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে টিমের আক্রমণ নিয়ে খুশি নন ব্রাজিল সমর্থকরা। হারতেও হয়েছে টিমকে। এরই মধ্যে চোট পেয়ে ছিটকে গিয়েছে গ্যাব্রিয়েল জেসুস ও তেলাস। জানা গিয়েছিল, গত ম্যাচে চোট নিয়েই জেসুসকে মাঠে নামান তিতে। এদিন সেই অভিযোগও উড়িয়ে দিয়েছেন তিতে। তবে কোরিয়ার বিরুদ্ধে ফিরবেন রিচার্লিসনও। ফিরছেন প্রথম দুই ম্যাচের পুরনো টিম। তাই শক্তি অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপের পর উধাও হয়ে যাবে স্টেডিয়াম ৯৭৪
এদিকে জাপানের পর দ্বিতীয় শক্তি হিসেবে বিশ্বকাপে উঠে এসেছে দক্ষিণ কোরিয়া। শেষ ম্যাচে পর্তুগালকে হারিয়ে নক-আউটে উঠেছে তাঁরা। তাই তাঁদেরকে আন্ডারডগ মনে করার কোনও কারণ নেই। ব্রাজিলের মতো টিমের বিরুদ্ধে নিজেদের সেরাটা দিতে তৈরি কোরিয়াও।