কলকাতায় পা রাখলেন বিশ্বকাপ জয়ী প্রাক্তন ব্রাজিলিয়ান অধিনায়ক কাফু। কাফুর নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। ৭ নভেম্বর পর্যন্ত একাধিক কর্মসূচি আছে তাঁর।
এর আগে কলকাতায় এসেছেন দিয়েগো মারাদোনা, পেলে, দুঙ্গা, ভালদেরামোর মতো বিশ্বফুটবলের একাধিক তারকা। জানা গিয়েছে, কলকাতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন তিনি। সৌরভ মারাদোনার ভক্ত হলেও ব্রাজিল তাঁর প্রিয় দল। তাই দুই খেলোয়াড়ের সাক্ষাৎ নিয়ে অধীর আগ্রহে ক্রীড়াপ্রেমীরা। কাফু জানিয়েছেন, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ব্রাজিলের জার্সি উপহার দেবেন। আর সৌরভ গঙ্গোপাধ্যায়েকে বুট উপহার দেবেন ব্রাজিলের প্রাক্তন কিংবদন্তি।
শনিবার শহরে কলকাতা পুলিশ ফ্রেন্ডশিপ কাপের উদ্বোধন করবেন কাফু। শনিবার একটি প্রদর্শনী ম্যাচ খেলতেও দেখা যাবে তাঁকে। সেখানে যোগ দেওয়ার কথা টেনিস তারকা লিয়েন্ডার পেজ, দীপেন্দু বিশ্বাস সহ একঝাঁক ফুটবলার ও সেলিব্রিটিদের। মহমেডান স্পোর্টিংয়ের মাঠে বিকেল সাড়ে তিনটে থেকে শুরু হবে সেই ম্যাচ।