বিশ্বকাপের কোয়ালিফায়ার্সে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের আঁচ এখনও কমেনি। আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়েছেন ব্রাজিলের রড্রিগো। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় বর্ণবিদ্বেষের শিকার হতে হয়েছে তাঁকে। এমনই জানিয়েছেন, ব্রাজিলের তারকা ফরোয়ার্ড।
ইনস্টাগ্রামে রড্রিগো লেখেন, বর্ণবিদ্বেষীরা নিজেদের কাজ করেছে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় তার প্রতিফলন দেখা যাচ্ছে। অপমান ও বাজে ব্যবহার চলছে। রড্রিগোর দাবি, এরা যা চাইছে, তা যদি না করা হয়, যদি মাথা নিচু করে না রাখা হয়, এরা অপরাধমূলক কার্যকলাপ চালিয়ে যাবে। রড্রিগোর দাবি, ওদের দুর্ভাগ্য, যে থামবেন না তাঁরা।