কলকাতা লিগে ইস্টবেঙ্গল যেন অশ্বমেধের ঘোড়া। শুক্রবারও চেনা ছন্দেই দেখা গেল লাল-হলুদ বাহিনীকে। কলকাতা পুলিশকে ৩-০ গোলে হারিয়ে ফের লিগ শীর্ষে বিনো জর্জের ছেলেরা। এই ম্যাচ জেতার ফলে কলকাতা লিগের সুপার সিক্সে উঠে গেল মশাল বাহিনী।
শুক্রবার কলকাতা পুলিশের বিরুদ্ধে মাঠে নামে ইস্টবেঙ্গল। এদিন প্রথম থেকেই মাঠে আগুন ঝরাচ্ছিল লাল-হলুদ ব্রিগেড। প্রথমার্ধে দুটি গোল করে ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল হয়। প্রথম গোলটি করেন সুনীল বাথালা। দ্বিতীয় এবং তৃতীয় গোলটি আসে তন্ময় দাস ও সায়ন বন্দ্যোপাধ্যায়ের পা থেকে।
এদিনের ম্যাচের আগে গ্রুপ শীর্ষে ছিল ভবানীপুর। শুক্রবার নিজেদের দাপুটে পার্ফরম্যান্সের জেরে ফের শীর্ষে উঠে এল ইস্টবেঙ্গল। এই ম্যাচ জেতার ফলে মোট ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট সংগ্রহ করল লাল-হলুদ ব্রিগেড। ফলে বাকিদের থেকে বেশ কিছুটা এগিয়েই সুপার সিক্সে খেলতে নামবে ইস্টবেঙ্গল। এবার তাঁদের লক্ষ্য কলকাতা লিগের সেরার শিরোপা।