কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের ধাক্কা সামলাতে পারল না ব্রাজিল (Brazil)। গ্রুপের শেষ ম্যাচে ১-০ গোলে হারে গলায় কাঁটা বিঁধে রইল। এদিকে বিশ্বকাপে ইতিহাস তৈরি করল ক্যামেরুন (Cameroon)। পাঁচবারের বিশ্বজয়ী ব্রাজিলকে বিশ্বকাপের মঞ্চে প্রথমবার হারাল কোনও আফ্রিকান টিম (African Team)।
প্রথম দুই ম্যাচ জয়ের পরই এদিন প্রথম একাদশ বদলে দেন কোচ তিতে। নটি বদল করেন তিনি। আগের ম্যাচের খেলা মিলিটাও ও কাসেমিরো ছিলেন এই টিমে। সবথেকে বেশি বয়সি ফুটবলার হিসেবে ব্রাজিল টিমে খেললেন দানি আলভেজ। প্রথম থেকেই আক্রমণ শুরু করে ব্রাজিল। ডান দিকের উইংয়ে রাফিনহো বারবার আক্রমণ তৈরি করার চেষ্টা করেন। কিন্তু গ্র্যাব্রিয়েল মার্তিনেল্লি, গ্যাব্রিয়েল জেসুস ও অ্যান্টনির ফিনিশিংয়ের অভাবে গোলের মুখ খুলতে পারেনি ব্রাজিল। প্রথমার্ধেই একাধিক সুযোগ মিস করে ব্রাজিল। দ্বিতীয়ার্ধেও সেই একই ছবি। ৫৭ মিনিটে মিলিটাওয়ের শট বাইরে যায়। ৫৮ মিনিটে অ্যান্টনির শট বাঁচিয়ে দেন ক্যামারুনের গোলকিপার এপাসি।
আরও পড়ুন: মারাদোনাকে ছাপিয়ে যেতে পারবেন মেসি! নক-আউটে ম্যাজিশিয়ানের দিকেই তাকিয়ে আর্জেন্টিনা
ইনজুরি টাইমে দুর্দান্ত ক্রস থেকে হেড করেন ক্যামেরুনের ভিনসেন্ট আবু বকর। আফ্রিকার তৃতীয় ফুটবলার, যিনি ব্রাজিলের বিরুদ্ধে বিশ্বকাপে গোল করলেন। এর আগে ব্রাজিলের বিরুদ্ধে গোল করেছেন আইভরি কোস্টের দ্রোগবা। ইতিহাস তৈরি করেই সেই মুহূর্তে জার্সি খুলে ফেলেন আবু বকর। হলুদ কার্ড আগেই ছিল। লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে। আর গোল ফেরাতে পারেনি ব্রাজিল।