হাতে আর ১১ দিন। যুবভারতী তৈরি হচ্ছে নতুন মরশুমে ইন্ডিয়ান সুপার লিগের জন্য। প্রথম ম্যাচেই নামছে দুই চ্যাম্পিয়ন। গতবারের লিগ-শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়েন্ট খেলবে গতবারের আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসির বিরুদ্ধে। তার আগে, ডুরান্ড ফাইনালে নর্থ-ইস্ট ইউনাইটেডের কাছে অপ্রত্যাশিত হারের জন্য সবুজ-মেরুন সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন বাগান অধিনায়ক শুভাশিস বসু।
গত শনিবার যুবভারতীতে থেকে একরাশ হতাশা নিয়েই মাঠে ছেড়েছিলেন বাগান সমর্থকরা। রেকর্ডবার ডুরান্ড জয়ে মোহনবাগানের কাঁটা হয় নর্থ-ইস্টের তরুণ গোলকিপার গুরমিত সিং। তাঁর দস্তানায় আটকে যায় অধিনায়ক শুভাশিসের শট। নিজের সমাজ মাধ্যমে শুভাশিস লিখেছেন, এইভাবে ডুরান্ড কাপ অভিযান শেষ করবেন তা তিনি কখন কল্পনা করতে পারেননি, তাঁরা সকলে। তিনি পুরো দলের তরফ থেকে মেরির্নাসের কাছে ক্ষমাপ্রার্থী। যেভাবে সকলকে সমর্থন করেছেন তা এককথায় অসাধারন এবং এই ভাবে চির্য়াস করার জন্য সমর্থকদের ধন্যবাদ।
ম্যাচের প্রথমার্ধে জেসন কামিন্স এবং সাহালের গোলে এগিয়েছিল মোহনবাগান। কিন্তু দ্বিতীয়ার্ধে দু মিনিটের ব্যবধানে পরপর দুটি গোল হজম করতে হয়েছে হোসে মলিনার সবুজ-মেরুনকে। আর দুটি গোলই হয়েছে বাগানের ডিফেন্সের ভুলে। যার মধ্যে একটি গোল হয়েছ অধিনায়ক শুভাশিস বসুর পাশ থেকে।
সেই অভিজ্ঞতা ভুলে নতুন করে শুরু করতে চাইছেন বাগান অধিনায়ক। ডুরান্ড ফাইনালের ভুল থেকে শিক্ষা নিতে চাইছেন তিনি। গতবার এই মুম্বইকে হারিয়েই লিগ-শিল্ড জিতেছিল মোহনবাগান। আর এই মুম্বইয়ের কাছে হেরে যুবভারতীতে গতবার আইএসএলে রানার্স হয়েছিল সবুজ-মেরুন।