ইস্টবেঙ্গলের কোচের পদ থেকে পদত্যাগ করলেন কার্লোস কুয়াদ্রাত। বদলে অন্তর্বর্তী কোচের দায়িত্ব নিলেন বিনো জর্জ। লাল হলুদ শিবিরের তরফে সোমবার এই খবর জানানো হয়েছে।
ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল এবং AFC চ্যাম্পিয়ন্স লিগ টু প্লে অফের ম্যাচে হেরে যায় ইস্টবেঙ্গল। তারপরেই কোচ কুয়াদ্রাতের উপর থেকে ভরসা হারাতে থাকে ম্যানেজম্যান্ট। কোচিং স্টাইল নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। স্প্যানিস কোচের পরিকল্পনা নিয়ে সমালোচনা শুরু হয় দলের অন্দরে এবং সমর্থকদের মধ্যেও।
অন্যদিকে দলের পারফরম্যান্স নিয়েও খুশি নন বিনিয়োগকারী সংস্থা ইমামির কর্তারা। এই মুহূর্তে ১২ নম্বরে রয়েছে লাল-হলুদ শিবির। তারপরেই পদত্যাগ করলেন কার্লোস কুয়াদ্রাত।
রবিবার ইস্টবেঙ্গলের সহকারী কোচ বিনো জর্জ এবং CTO অময় ঘোষালের সঙ্গে বৈঠক করেছিলেন লাল-হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার। সেখানে দলের খারাপ পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ওঠে। এরপর আজ অর্থাৎ সোমবার কুয়াদ্রাতের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই কোচের পদ থেকে পদত্যাগ করলেন কার্লোস। পরিবর্তে অন্তর্বর্তী কোচের পদে বসলেন বিনো জর্জ।
সূত্রের খবর, আগামী দিনে দলে আরও কিছু পরিবর্তন আসতে পারে। তবে দল যে ঘুরে দাঁড়াবেই সেই বিষয়ে আশাবাদী দলের কর্তারা।