দীর্ঘ চার বছরের অপেক্ষা। ডুরান্ডের সেমিফাইনালে (Durand Cup Semi Final) পৌঁছে গিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। নতুন টিমের দায়িত্ব নিয়েই প্রাথমিক সাফল্য। এখনও চ্যাম্পিয়ন হওয়া বাকি। তাই সতর্ক কোচ কার্লেস কুয়াদ্রাত।
কুয়াদ্রাতের কোচিংয়ে ইস্টবেঙ্গল টিমে বদল এসেছে। বাংলাদেশ আর্মি দলের বিরুদ্ধে এগিয়ে থাকলেও ম্যাচ ড্র করে ইস্টবেঙ্গল। ডার্বিতে দীর্ঘদিন পরে জয় মনোবল তাঁদের অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এরপর পঞ্জাব ও গোকুলামকে হারিয়ে শেষ চারে ইস্টবেঙ্গল। কুয়াদ্রাতের মতে, সেমিফাইনালে নর্থ ইস্ট। এখনও পর্যন্ত ওরা অপরাজিত। তাই লড়াই অনেকটাই বেশি। এই ম্যাচ চ্যালেঞ্জিং হবে বলেই মনে করছেন কোচ।
আরও পড়ুন: এশিয়া কাপের আগে নয়া হেয়ারকাট বিরাটের, ভাইরাল কোহলির এই লুক
ডুরান্ডের সেমিফাইনালে ড্র করলে এবার পেনাল্টিতে গড়াবে ম্যাচ। টিম তাই টাইব্রেকারের অনুশীলনও করছে। মঙ্গলবার কুয়াদ্রাত ম্যাজিকের অপেক্ষা লাল-হলুদ সমর্থকরা।