২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) অনুষ্ঠিত হবে পাকিস্তানে। এই খবরে সরগরম হয়ে উঠেছিল গোটা ক্রিকেট মহল। এর মধ্যেই জানা গেল পাকিস্তান নয়। এই ট্রফি অনুষ্ঠিত হতে পারে দুবাইয়ে।
পাকিস্তানের রাজনৈতিক এবং নিরাপত্তার জন্য টুর্নামেন্ট সরতে পারে। কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রেও এশিয়া কাপের মতই 'হাইব্রিড মডেল' খেলার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে।
আরও পড়ুন - এ কী কাণ্ড ! শব্দছকে কারা এবার বাবরকে বিদ্ধ করল জানেন ?
২০২৫ এর চ্যাম্পিয়ন ট্রফি পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা নিয়ে পাক বোর্ডের এক কর্তা জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে এখনো আইসিসি কোনও চুক্তি সই হয়নি।
এরপরই জানা যায় পাকিস্তানে নাও হতে পারে এই টুর্নামেন্ট। কারণ ভারত খেলতে না গেলে পাক বোর্ডের তরফে আইসিসির থেকে ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।