পুজোর কলকাতায় চেলসি (Chelsea FC)। অক্টোবরে শহরে দুটি প্রদর্শনী ম্য়াচ খেলবে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা এই ক্লাব (EPL Club)। দোসরা অক্টোবর মাসে যুবভারতী স্টেডিয়ামে (YBK Stadium) প্রথম ম্যাচ খেলতে নামবে 'দা ব্লুজ'রা। কলকাতায় দুটি ম্যাচ খেলার পাশাপাশি ভারতের দুটি মাঠে আরও দুটি প্রদর্শনী ম্যাচ খেলবে চেলসি। অন্য ম্যাচ দুটি হবে ভুবনেশ্বর ও জামশেদপুরে। মঙ্গলবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় ভারত সফরের কথা ঘোষণা করেছে ইংলিশ ফুটবল ক্লাব চেলসি।
এদিন সোশাল মিডিয়ায় চারটি ছবি শেয়ার করেছে চেলসি এফসি।কলকাতার ম্যাচের পোস্টারে বাংলা হরফে লেখা 'ম্যাচ ডে'। ভুবনেশ্বরের ম্যাচেও ওড়িয়া ভাষায় লেখা পোস্টার। প্রথম ম্যাচ ২ অক্টোবর যুবভারতী স্টেডিয়ামে। প্রতিপক্ষ টিম ইপিএলের আরও এক টিম সাউদাম্পটন। ১৬ অক্টোবর কলকাতায় দ্বিতীয় ম্যাচ। প্রতিপক্ষ টিম ব্রেন্টফোর্ড। ২৩ অক্টোবর ওড়িশায় চেলসির বিরুদ্ধে নামবে নরউইচ সিটি। আর জামশেদপুরে চেলসির বিরুদ্ধে নামবে নিউ ক্যাসেল ইউনাইটেড।
আরও পড়ুন: আড়ালে থেকেও স্বীকৃতি! কিউরেটর ও মাঠকর্মীদের জন্য পুরস্কার ঘোষণা করল BCCI
ইপিএলে চেলসির টিমে আছেন অনেক তারকাই। টিমের ফরোয়ার্ডে আছেন লুকাকু, টিমো ওয়ার্নারের মতো তারকা। আছেন থিয়াগো সিলভা, এনগোলো কান্তের মতো তারকারাও। তবে ভারত সফরে কারা আসবেন, তা নির্দিষ্ট সময়েই জানা যাবে।