আইএসএলের প্রথম ম্যাচেই আটকে গেল সবুজ মেরুণ। চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে ২-১ গোলে হার এটিকে মোহনবাগানের।
ম্যাচের শুরুতে প্রথমার্ধে মনবীর সিংয়ের গোলে এগিয়ে যায় মোহনবাগান। কিন্তু ৬৩ মিনিটে ফাউলের মাশুল গুণতে হল। পেনাল্টি পায় চেন্নাইয়ান এফসি। সেই পেনাল্টি থেকে গোল করেন চেন্নাইয়ানের ফুটবলার কারমে কারিকারি। গোল খাওয়ার পর দুটি পরিবর্তন করে এটিকে মোহনবাগান। মাঠে আসেন কার্ল ম্যাকহিউ ও লিস্টন কোলাসো। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। ৮৩ মিনিটে সবুজ-মেরুনের রক্ষণ ভেঙে ফের গোল করে চেন্নাইয়ান এফসি। গোল করেন রহিম আলি।
আরও পড়ুন: থাইল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে মেয়েরা
শেষদিকে বারবার আক্রমণের ঝড় বাড়িয়েও আর ম্যাচে ফিরতে পারেনি এটিকে মোহনবাগান। গত ম্যাচে প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে হারতে হয় ইমামি ইস্টবেঙ্গলকে।
এদিন ম্যাচ চলাকালীন আলো নিভে যায় যুবভারতীর। ১০ মিনিট ম্যাচ বন্ধ থাকে। একটি ফ্লাডলাইডের আলো সম্পূর্ণ জ্বলার পর ফের খেলা শুরু হয়।