আজ, সোমবার গমগম করতে চলছে ময়দানের মোহনবাগান তাঁবু। বেলা বারোটায় গঙ্গাপারের এই তাঁবুতেই ভারত সেরা সবুজ-মেরুন ফুটবলারদের অভিনন্দন জানাতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার গোয়ায় ফাইনাল শেষ হওয়ার ১১ মিনিটের মাথায় টুইট করে মোহনবাগানকে শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। তার আগে নবান্নে শিল্প বৈঠকেই মোহনবাগান সচিব দেবাশিস দত্তকে আগাম শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ওইদিন রাজ্যে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে গোয়া যেতে নির্দেশ দিয়েছিলেন।
প্রায় তিন বছর পর কলকাতায় এসেছে ভারত সেরার ট্রফি। শেষবারও এটিকে চ্যাম্পিয়ন হওয়ার সময় মাঠে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। এবারও গোয়া থেকে ট্রফির সঙ্গেই তিনি কলকাতায় ফিরেছেন। নবান্নের ওই শিল্প বৈঠকেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, গত দুবার মাঠে থেকে কলকাতায় ট্রফি এনেছিলেন অরূপ বিশ্বাস।
ওয়াকিবহাল মহলের দাবি, রাজ্যে ক্রীড়া উন্নয়নে আপ্রাণ কাজ করেছেন মুখ্যমন্ত্রী। মমতার উদ্যোগেই বিনিয়োগকারী জট কাটিয়ে আইএসএল খেলেছে ইস্টবেঙ্গল। এককথায় রাজ্যের মন্ত্রী মনোজ তিওয়ারিকে রঞ্জি ট্রফিতে প্যাড-আপ করার অনুমতি দিয়েছেন মমতা।