ফুটবল মাঠের পাশাপাশি এবার সোশাল মিডিয়াতেও (Social Media) দাপট ম্যান-ইউ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Christiano Ronaldo)। সদ্য ৩৭ বছরের জন্মদিন কাটালেন। আর তারপরই তৈরি হল নতুন রেকর্ড। ইনস্টাগ্রামে (Instagram) প্রথম কোনও ব্যক্তির ফলোয়ার সংখ্যা ছাড়িয়ে গেল ৪০ কোটি। ইনস্টাগ্রামের অফিসিয়াল অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা ৪৬ কোটি ৯০ লক্ষ। ঠিক তার পরেই আছেন পর্তুগিজ ফুটবল তারকা।
৫ ফেব্রুয়ারি জন্মদিন (Birthday) ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। জন্মদিনে সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে তাঁকে শুভেচ্ছা জানান অনুরাগীরা। তখনও তাঁর ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ছিল ৩৯ কোটি। রোনাল্ডোর পরই ফলোয়ার সংখ্যায় দ্বিতীয় স্থানে আছেন আমেরিকান মডেল কাইলি জেনার (Kylie Jenner)।
আরও পড়ুন: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্মদিন, ৩৭ বছরে পা রাখলেন পর্তুগিজ তারকা
গত বছর জুভেন্তাস থেকে পুরনো ক্লাব ম্যান ইউ-তে ফিরেছেন CR7। এখনও পর্যন্ত ২৪ ম্যাচ খেলে ১৪টি গোল করেছেন তিনি। ২০০৯ সালে প্রথম ম্যান-ইউ-তে আসেন রোনাল্ডো। এরপর সেখান থেকে রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে তাঁকে কিনে নেয় স্প্যানিশ ক্লাব রিয়েল মাদ্রিদ।