জমে গেল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি পদের নির্বাচন। বলা ভাল এবার নির্বাচন জমিয়ে দিলেন গোয়ার প্রতিনিধি ভালাঙ্কা আলেমাও। ৮৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনও মহিলা প্রার্থীকে দেখা যাবে ফুটবল প্রশাসক হওয়ার দৌড়ে। শুধু ভাইচুং ভুটিয়া এবং কল্যাণ চৌবেদের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেননি, আরও তিনটি পদেও মনোনয়ন জমা দিয়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেতা আলেমাও চার্চিলের কন্যা ভালাঙ্কা। যিনি গোয়ার অন্যতম শক্তিশালী ক্লাব চার্চিল ব্রাদার্সের শেষ কথা।
সম্প্রতি গোয়ার বিধানসভা ভোটেও প্রার্থী হয়েছিলেন ভালাঙ্কা। দাঁড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেসের টিকিটে। ভালাঙ্কা জানিয়েছেন, গোয়ায় চার্চিল ব্রাদার্সের প্রতি মানুষের ভালবাসা প্রচণ্ড। সবার সমর্থন পেয়ে তিনি আপ্লুত। তিনি একমাত্র মহিলা প্রশাসক, এটা দেখেই সবাই তাঁর সমর্থনে এগিয়ে এসেছে।
সভাপতি পদে নিজের মনোনয়ন জমা দিয়েছেন ভালাঙ্কা। এ ছাড়া কোষাধ্যক্ষ এবং কর্মসমিতির পদের জন্যেও লড়তে চলেছেন। ভারতীয় মহিলা দলের প্রাক্তন সহ-অধিনায়ক মধু কুমারি কর্মসমিতির সদস্য হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন। যদিও সভাপতি পদে ভালাঙ্কার মনোনয়ন ঘিরে আপত্তি তোলা হয়েছিল গোয়া ফুটবল ফেডারেশন থেকে। অভিযোগ, কার্যত একতরফা ভাবেই মনোনয়ন জমা দিয়েছেন আলেমাও-কন্য়া। যদিও ভালাঙ্কার দাবি, তিনি আইনসম্মত ভাবেই মনোনয়ন জমা দিয়েছেন। তাঁর মনোনয়নের প্রস্তাব দিয়েছে সিকিম ফুটবল সংস্থা। সমর্থন করেছে দমন এবং দিউ। বাকি পদগুলির জন্য কর্নাটক, ছত্তীসগঢ় এবং হিমাচল প্রদেশের সমর্থন রয়েছে।