আর কয়েকদিন পরেই নতুন বছর। কাতার বিশ্বকাপ পরবর্তী সময়ে নতুন করে ক্লাব ফুটবলের দলবদলের দরজা খুলবে। ফুটবল পন্ডিতদের মতে, প্রতি বছর বিশ্বকাপের পরে যেমন হয়, এবারও তেমনটাই হতে চলেছে। এবারও ক্লাবগুলি টাকার ঝুলিয়ে সাজিয়ে বেশ কয়েকজন ফুটবলারের সঙ্গে কথা বলা শুরু করে দিয়েছেন। ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স, জার্মানি প্রতি দেশের বড় ক্লাব শুরু করে দিয়েছে মরশুমের মাঝে নতুন ফুটবলার তোলার কৌশল। তবে সবার নজর একজনের দিকেই। তিনি কিলিয়ান এমবাপে। প্যারি সাঁজা-র এই ফুটবলারের সঙ্গে কথা চলছে একাধিক ইংলিশ ক্লাবের। তিনি যাবেন, নাকি মেসি-নেইমারের সঙ্গে থেকে যাবেন, তা আর কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। ম্যানচেস্টার ইউনাইডেট পরবর্তী সময়ে কোথায় খেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ? এই প্রশ্নের উত্তরও মিলতে পারে নতুন বছরের গোড়াতেই।
বিশ্বকাপের ইতিহাসে কাতার ব্যতিক্রম। নতুন তারার জন্ম থেকে অঘটন। সব কিছু দিয়েছে কাতার। শুধু ইউরোপ, লাতিন আমেরিকা নয়, এই কাতারে তারকা হিসাবে উঠে এসেছেন এশীয় এবং আরবের ফুটবলারও। সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হার।, জাপানের দৌড়, মরক্কোর উত্থান - এসবের সাক্ষী এবারের কাতার।
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এমন বেশ কয়েকজন আছেন, যাঁরা বিশ্বকাপের আগে ক্লাবেও প্রথম একাদশে জায়গা পেতেন না। কিন্তু কাতার তাঁদের জীবন বদলে দিয়েছে। তাই অপেক্ষা এখন জানুয়ারি মাসের। -