কলিঙ্গ সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। ১২ বছর পর কোনও সর্বভারতীয় স্তরে চ্যাম্পিয়ন লাল-হলুদ। তাঁদের সাফল্যে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকারকে ফোন করে সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
ফোনে মুখ্যমন্ত্রী ইস্টবেঙ্গলকে আগামী দিনের জন্য শুভেচ্ছা জানান। বর্তমানে উত্তরবঙ্গ সফরে আছেন তিনি। রবিবার সেখানেই ইস্টবেঙ্গলের সাফল্যের খবর পেয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি কোচ, ফুটবলার ও কর্তাদের শুভেচ্ছা জানান।
আরও পড়ুন: ফের শূন্যতা মাঝমাঠে, সুপার কাপ জিতে বোরহাকে হারাল ইস্টবেঙ্গল, নতুন বিদেশি কে ?
তিন বড় ক্লাব ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহমেডানের পাশে সব সময়ই ছিলেন মুখ্যমন্ত্রী। পরিকাঠামো উন্নয়নের জন্য রাজ্য সরকার তিন ক্লাবকে অর্থসাহায্যও করেছে। আইএসএল খেলার জন্য ইস্টবেঙ্গলকে সহযোগিতাও করেন। দুবার স্পনসরের ব্যবস্থাও করে দেন। এবার ১২ বছর পর সুপার কাপে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। হতাশ করেননি লাল-হলুদ সমর্থকদেরও।