মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হস্তক্ষেপে কাটল জট। আগামী মরশুমে ইমামি গ্রুপের (Emami Group) বিনিয়োগেই আইএসএল খেলবে ইস্টবেঙ্গল (East Bengal)। বুনধবার নবান্নে ইমামি গ্রুপের কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারও (Neetu Sarkar)। সেখানেই ইস্টবেঙ্গলে বিনিয়োগ করতে রাজি হয় ইমামি গ্রুপ।
এদিন নবান্নে মুখ্যমন্ত্রী জানান, "আজ ইস্টবেঙ্গল ও ইমামি গ্রুপের কর্তারা আমার এখানে একটু চা খেতে এসেছিল। আইএসএল খেলা নিয়ে যে সমস্যা চলছিল, সেটা সমাধান হয়ে গেল।"
আরও পড়ুন: মহারাজের মাঠে আজ এক রাজার লড়াই, কলকাতা তাকিয়ে বিরাট ব্যাটে
এদিন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার জানান, "আমরা দিদিকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। গতবারও দিদি আমাদের পাশে ছিল। আমি ছোট করতে চাই না, দিদি একমাত্র মুখ্যমন্ত্রী, যিনি স্পোর্টসের জন্য সারাদিন ভাবেন। ইমামি গ্রুপকে আমি ধন্যবাদ জানাই। আগামী দিনে আমরা একসঙ্গে পথ চলতে পারব। আশা করব, আমরা একসঙ্গে ক্লাবের পারফরম্যান্স বজায় রাখতে পারব। এবং প্রত্যেক ফুটবলপ্রেমীদের আনন্দ দিতে পারব।"
ইমামি গ্রুপের পক্ষ থেকেও ইস্টবেঙ্গলকে ধন্যবাদ জানানো হয়। এদিন বৈঠকের শেষে জানান, "ইমামি ও ইস্টবেঙ্গলের এই গাঁটছড়া নতুন দিগন্ত এনে দেবে। দুটি ইংরেজি অক্ষর E দিয়ে শুরু হয়। আইএসএলে যা দ্বিগুণ সাফল্য আনবে।"