বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। ফের জটিলতায় পড়তে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। হতে পারে এক মাসের নির্বাসনও। সম্প্রতি সিআর ৭-এর অতীতের ক্লাব জুভেন্তাসের ( Juventus) বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে সেই অভিযোগের সত্যতাও প্রমাণিত হয়েছে। যে কারণে জটিলতার মধ্যে পড়েছে জুভেন্তাস।
আর যে সময় এই আর্থিক অনিয়ম লক্ষ্য করা গিয়েছে সেই সময় জুভেন্তাসের হয়ে খেলতেন ক্রিশ্চিয়ানো। ফলে, তুরিনের এই ক্লাবের আর্থিক গড়মিলের কারণেই নির্বাসনের মুখে পড়তে পারেন ক্রিশ্চিয়ানো। তবে, শুধু ক্রিশ্চিয়ানো নয়। আরও ২২ ফুটবলারের নির্বাসনের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- ইতিহাসে প্রথমবার, ফুটবল মাঠে সাদা কার্ড দেখালেন রোনাল্ডোর দেশের রেফারি
ইতিমধ্যেই জুভেন্তাসের অ্যাকাউন্ট খতিয়ে দেখার কাজ চলছে। গড়মিল খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে। যদি দেখা যায়, এই ক্লাবের খেলার জন্য খাতায়-কলমে প্রয়োজনের তুলনায় কম মাইনে নিয়েছিলেন রোনাল্ডো তাহলে তাঁকে শাস্তি পেতে হতে পারে। হতে পারে এক মাসের নির্বাসনও।