কিংস কাপ ফাইনাল হার আল নাসেরের। ফাইনালে আল হিলালের বিরুদ্ধে হেরে কেঁদে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবার কিংস কাপ ফাইনালে মুখোমুখি হয় সৌদি আরবের জনপ্রিয় ক্লাব আল নাসের ও আল হিলাল। নির্ধারিত সময় খেলা গড়ায় ১-১ ব্যবধানে। টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয় আল হিলাল। সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডোর কান্নার ভিডিয়ো ভাইরাল।
তবে রোনাল্ডোর পাশে দাঁড়ালেন তাঁর গার্লফ্রেন্ড জিওর্জিনা রড্রিগেজ। কিংস কাপে চারটি আলাদা লিগে সর্বোচ্চ করার নজির গড়েছেন রোনাল্ডো। সেই ক্লিপিংস ইনস্টাগ্রামে শেয়ার করেছেন জিওর্জিনা।
কিং কাপের ফাইনালে আল হিলালের বিরুদ্ধে গ্যালারি থেকে ভেসে আসে 'মেসি মেসি' গর্জনও। এই হারের যন্ত্রণায় সঙ্গী হল এই ঘটনাও। এবার সৌদি প্রো লিগে ৩৫টি গোল করেছেন তিনি।