দলে তাঁর কোনও সম্মান নেই। দুয়ারে বিশ্বকাপ। ঠিক তার আগেই ক্লাব ম্য়ানচেস্টার ইউনাইটেডকে নিয়ে মুখ খুললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৩৭ বছরের এই তারকার অভিযোগ, শুধু কোচ এরিক টেন হ্যাগ নন, এই দলের এমন বেশ কয়েকজন সতীর্থ আছেন, যাঁদের উপর থেকে তাঁর বিশ্বাস উঠে গিয়েছে।
২০ নভেম্বর থেকে কাতারে শুরু হচ্ছে বিশ্বকাপ। ভাল-মন্দ মেশানো গ্রুপ থেকেই শুরু করবে পর্তুগাল। ইতিমধ্যেই রোনাল্ডোকে একটা বিশ্বকাপ উপহার দিতে মরিয়া ইউরোপের সবুজ-মেরুন। তার আগেই ক্লাব সম্পর্কে মুখ খুলে বিস্ফোরণ ঘটালেন সিআর সেভেন।
দু বছর আগে বেশ ঘটা করেই পুরনো ক্লাব ম্য়ানচেস্টার ইউনাইটেডে ফিরেছিলেন পর্তুগিজ এই সুপারস্টার। কিন্তু বছর ঘুরতেই সব অঙ্ক যেন বদলে গেল। বিশেষ করে কোচ বদল করতেই শুরু বিবাদ। এরিকের সঙ্গে কোনও বনিবনা নেই রোনাল্ডোর। তা এবার স্বীকার করলেন সিআর সেভেন। তিনি জানিয়েছেন, কোচ তাঁকে সম্মান দেন না, তাই তিনিও সম্মান করেন না।
এখনও পর্যন্ত রেড ডেভিলস রোনাল্ডোর জীবন ওঠা-পড়া ময়। নিয়মিত নন প্রথম একাদশে। বিশেষ করে এই বছর চেলসি ম্য়াচের পর থেকে কোচের সঙ্গে তাঁর কাজিয়া তুঙ্গে উঠেছে। এই মানসিক পরিস্থিতি নিয়েই বিশ্বকাপ খেলবেন তিনি। কাতারে শেষ কীনা, তা অবশ্য এখনই ঘোষণা করেননি।