ইরানে রোনাল্ডোকে নিয়ে চরম উন্মাদনা। রাজধানী তেহরানের রাস্তায় পর্তুগাল তারকাকে নিয়ে স্লোগান ইরানের ফুটবলপ্রেমীদের। AFC চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য তেহরানে গিয়েছে আল নাসের। প্রতিপক্ষ ইরানের পার্সিপোলিস এফসি। তেহরানে রোনাল্ডোপ্রেমীদের সেই উন্মাদনার ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
সিআর সেভেনের এক খুদে সমর্থক তাঁর টিম হোটেলের ঘরে আসে। ছেলেটিকে একটি জার্সি তুলে দেন রোনাল্ডো। তাঁর সঙ্গে ছবিও তোলেন। ফুটবল তারকাকে দেখার জন্য আল নাসেরের টিম বাস তাড়া করেন ইরানের অগণিত ফুটবলপ্রেমীরা। জানা গিয়েছে, নিরাপত্তার স্বার্থে আল নাসেরের অনুশীলনও বাতিল করতে হয়েছে। টিম বাসের পিছনে সমর্থকদের দৌড়ের ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
চ্যাম্পিয়ন্স লিগে পার্সিপোলিসের বিরুদ্ধে প্রথম ম্যাচ আল নাসেরের। ফিরতি ম্যাচ ২৭ নভেম্বর। ২০১৫ সালে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে সৌদি ও ইরানের দল শেষ বার মুখোমুখি হয়।