এটাই তাঁর শেষ ইউরো। সেই ইউরোর শেষ ষোলোর লড়াইয়ে অতিরিক্ত সময়ের খেলা চলাকালীন পেনাল্টি মিস। মাঠেই কেঁদে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। টাইব্রেকারে গোল করে ক্ষমা চাইলেন সিআর সেভেন। আর দলকে টাইব্রেকারে জিতিয়ে কোয়ার্টার ফাইনালে তুলে দিলেন গোলকিপার দিয়েগো কোস্তা। ৩-০ গোলের ব্যবধানে স্লোভেনিয়াকে হারাল পর্তুগাল। আগামী শনিবার কোয়ার্টার ফাইনালে পর্তুগালের প্রতিপক্ষ এমবাপেদের ফ্রান্স। আরও একটি অগ্নিপরীক্ষা রোনাল্ডোদের।
এদিন নির্ধারিত ৯০ মিনিটে খেলা শেষ হয়নি। অতিরিক্ত সময় খেলা গড়ায়। গোটা ম্যাচে পর্তুগাল ৪টি ফ্রি-কিক পেয়েছিল। কিন্তু গোল পাননি রোনাল্ডো। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে, শেষ দিকে পেনাল্টি নিতে গিয়ে মিস করেন। তখনই কেঁদে ফেলেন পর্তুগাল তারকা। যদিও টাইব্রেকারে দলকে বাঁচালেন দিয়েগো কোস্তা। স্লোভেনিয়ার প্রথম তিনটি শট সেভ করে দিলেন তিনি।
গোটা ম্যাচে স্লোভেনিয়া পর্তুগালের সঙ্গে সমানে সমানে টক্কর দিয়েছে। বারবার কাউন্টার অ্যাটাকে গিয়ে পর্তুগালের রক্ষণকে চ্যালেঞ্জ দিয়েছে। অবশেষে পেনাল্টি শুটআউট থেকে ম্যাচ জিতে নিয়ে স্বস্তি পর্তুগাল শিবিরে।