ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নট আউট ১৯৭। বিশ্ব ফুটবলে নতুন নজির সিআর সেভেনের। ইউরোর যোগ্যতা অর্জনের ম্যাচে নয়া নজির পর্তুগিজ তারকার। রোনাল্ডোই প্রথম ফুটবলার, যিনি বিশ্ব ফুটবলে এত বেশি ম্যাচ খেলার নজির গড়লেন। এই ম্যাচে পর্তুগাল চার শূন্য গোলে হারিয়েছে লিঞ্চেনস্টাইনকে। ম্যাচে জোড়া গোল রোনাল্ডোর।
বিশ্বকাপ পরবর্তী সময়ে যাবতীয় বিতর্ক কাটিয়ে ফের জাতীয় দলের জার্সিতে মাঠে ফিরেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইতিমধ্যেই জানিয়েছেন ২০২৪ সালের ইউরো খেলেই তিনি বুট খুলে রাখবেন। এই ম্যাচে জোড়া গোল তারই প্রমাণ।
এই ম্যাচে মাঠে নেমে কুয়েতের ফুটবলার বাদার-আল- মওতাকে ছাপিয়ে গেলেন রোনাল্ডো। ১৯৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে কুয়েতি এই ফুটবলারের।