তাঁর বয়স ৩৯। নাম তাঁর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কবে অবসর নেবেন, এই প্রশ্ন বারবারই ওঠে। অবসর প্রসঙ্গ নিয়ে মুখ খোলেননি সিআর সেভেন। এবার আর অবসর নিয়ে কোনও রাখঢাক করলেন না। এবার হয়তো সৌদি আরবের ক্লাব আল নাসের থেকেই অবসর নিতে পারেন রোনাল্ডো।
পর্তুগালের একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে রোনাল্ডো জানিয়েছেন, "জানি না কবে অবসর নেব। কিন্তু তাড়াতাড়ি সিদ্ধান্ত নেব। আর ২-৩ বছর হয়তো। এই ক্লাবে আমি খুশি। এই দেশেও খুশি। সৌদি আরবে খেলতে চেয়েছিলাম। তাই আপাতত এখানেই খেলব।"
পর্তুগালের অধিনায়ক রোনাল্ডো। কাতার বিশ্বকাপের ব্যর্থতার পর ইউরো কাপেও সাফল্য পায়নি পর্তুগাল। কিন্তু গোল পেয়েছেন রোনাল্ডো। ফুটবল ইতিহাসের অন্যতম তারকা রোনাল্ডো। কিন্তু আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার সময় কোনও বিদায় সংবর্ধনা চান না সিআর সেভেন। তিনি জানিয়েছেন, তিনি চান এই সিদ্ধান্ত সতঃস্ফূর্তভাবে আসুক। রোনাল্ডো সাক্ষাৎকারে জানান, "যখন জাতীয় দল ছাড়ব, কাউকে আগে থেকে বলব না। ভিতর থেকে যেন এই সিদ্ধান্ত আসে। তবে হ্যাঁ, ভেবে চিন্তে তবেই সিদ্ধান্ত নিতে হবে। আমি জাতীয় দলকে যতটা সম্ভব সাহায্য় করতে চাই। ন্যাশনস লিগ আসছে। দেশের হয়ে অবশ্যই খেলতে চাই।"
নামী ফুটবলাররা কোচ হয়েছেন, এমন উদাহরণ ভুরিভুরি। পেপ গুয়ার্দিওলা, জাবি আলোন্সো, জিনেদিন জিদানরা। রোনাল্ডোও কি অবসরের পর ম্যানেজার হতে চান! সাক্ষাৎকারে পর্তুগাল তারকা জানিয়েছেন, "এই মুহূর্তে এমন কোনও ভাবনা নেই। নিজের এমন কোনও ভবিষ্যত দেখছি না। ফুটবল ছাড়া অন্য কিছু করতে চাই। কিন্তু ঈশ্বরই জানে, ভবিষ্যত কী হবে।"