লিগের ম্যাচে দর্শকদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগ। সৌদি আরব ছাড়তে হতে পারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। সম্প্রতি আল-হিলাল ম্যাচে মেসির নাম শুনেই চটে গিয়েছিলেন সিআর সেভেন। দর্শকদের সঙ্গে অশ্লীল আচরণ করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, দর্শকদের পুরুষাঙ্গ দেখানোর। এরপরেই সৌদি ফুটবল সংস্থার ঘটনার তদন্ত শুরু করেছে। ওয়াকিবহাল মহলের মতে, দোষী সাব্যস্ত হলে রোনাল্ডোকে মরশুমের মাঝপথেই সৌদি আরব ছাড়তে হতে পারে।
যদিও রোনাল্ডোর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে আল-নাসের। রোনাল্ডোর পাশে দাড়িয়ে ক্লাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কুচকির চোটের কারণে, রোনাল্ডো ওই জায়গায় হাত দিয়েছিলেন।
কিন্তু আল-নাসেরের এই তত্ত্ব মানতে নারাজ সৌদি ফুটবল সংস্থা। তারা এই ম্যাচে ভিডিও ফুটেজ চেয়ে পাঠিয়েছে। হয়তো শুক্রবারের পরেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।