Ronaldo's Next Move: ম্যান ইউকে বিদায় জানিয়ে নাপোলিতে রোনাল্ডো! বিশ্বকাপের মাঝেই জল্পনা

Updated : Nov 25, 2022 16:14
|
Editorji News Desk

বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে পর্তুগাল। তার আগেই ম্যান-ইউয়ের সঙ্গে বিচ্ছেদ রোনাল্ডোর। বিশ্বকাপ চলাকালীনই প্রশ্ন শুরু হয়েছে, কোন ক্লাবে যাবেন CR7। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলির দাবি, দিয়েগো মারাদোনার প্রাক্তন ক্লাব নাপোলিতে যোগ দিতে পারেন তিনি। স্পেনের সংবাদপত্র 'মার্কা' জানিয়েছে, ইতালির ঘরোয়া লিগে ফের দেখা যেতে পারে রোনাল্ডোকে। তবে এই খবর নিয়ে কোনও পক্ষই মুখ খোলেনি। 

রিয়েল মাদ্রিদ থেকে বিরাট অঙ্কে জুভেন্তাসে যোগ দিয়েছিলেন রোনাল্ডো। ম্যান ইউ-তে যোগ দেওয়ার আগে ৩ বছর ছিলেন এই ক্লাবে। তাই ইতালির লিগে তাঁর খেলার অভিজ্ঞতা আছে। এই মুহূর্তে এসি মিলান, ইন্টার মিলার বা জুভেন্তাসের থেকেও এগিয়ে আছে নাপোলি। একটি ম্যাচও হারেনি তাঁরা। ১১ ম্যাচে ২৯ পয়েন্ট তুলে নিয়েছে। চ্যাম্পিয়ন্স লিগেও সুযোগ পেয়েছে নাপোলি।  

এর আগে ইতালির এই ক্লাবে যোগ দিয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার দিয়েগো মারাদোনা। মারাদোনার পায়ের জাদুতে ঘরোয়া লিগে পরপর দুবার চ্যাম্পিয়ন হয় নাপোলি। ইতালির ফুটবল লিগে ইতিহাস তৈরি হয়। নাপোলিতে জীবনের সবথেকে ভাল সময় কাটান মারাদোনা। নাপোলিতে এখনও দেবতাজ্ঞানে পুজো করা হয় মারাদোনাকে। রোনাল্ডো এই ক্লাবে এলে তা নিঃসন্দেহে চমকপ্রদ ব্যাপার হবে। তবে এখনও নাপোলির পক্ষ থেকে রোনাল্ডোকে নিয়ে কিছু জানানো হয়নি। 

এদিকে ম্যান ইউ ছাড়ার পরই রোনাল্ডোকে কড়া শাস্তি দিল ফুটবল অ্যাসোসিয়েশন। একজন ফ্যানের মোবাইল ফেলে দেওয়ায় তাঁকে দু ম্যাচ নির্বাসনের শাস্তি দেওয়া হয়েছে। যদি ইংল্যান্ডের কোনও ক্লাবে খেলতে নামেন রোনাল্ডো, ২ ম্যাচ খেলতে পারবেন না তিনি। পাশাপাশি তাঁর জরিমানাও করা হয়েছে। ভারতীয় মুদ্রায় তাঁর প্রায় ৫ লক্ষ টাকা জরিমানা হয়েছে।

Diego MaradonaNapoliCristiano RonaldoPortugalFifa world cup 2022

Recommended For You

editorji | খেলা

Steve Smith Retires : ৯৬ বলে ৭৩, একদিনের ক্রিকেটে থেমে গেল স্টিভ স্মিথের জয়রথ

editorji | খেলা

Virat Kohli : কোহলিয়ানায় ভেসে ক্রিকেট বিশ্ব, King-এর কাছে মাইলস্টোন নয়, ফোকাস ভারতের জয়

editorji | খেলা

India vs Australia: তেইশের বদলা চেজমাস্টার বিরাটের, হার্দিকের ছয়ে শাপমোচন, অজিদের হারিয়ে ফাইনালে ভারত

editorji | খেলা

India Vs Australia : বরুণ বনাম অস্ট্রেলিয়া, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে সেট এই রিংটোন

editorji | খেলা

Champions Trophy 2025 : গ্রুপ-এ থেকে চ্যাম্পিয়ন কে হবে? নিউজিল্যান্ডের বিরুদ্ধে একাধিক পরিবর্তনের ইঙ্গিত