প্রায় ২৫ হাজার দর্শক। মাঠে আলোর কেরামতি। এটাই তো আরব্য রজনী। তারমধ্যেই ফুটবল জীবনের এক অন্য ইনিংস শুরু করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মঙ্গলবার ভারতীয় সময় মধ্যরাতে তাঁকে স্বাগত জানাল সৌদি আরবের আল-নাসের ক্লাব। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস, ফের ম্যানচেস্টার হয়ে এবার আল-নাসের সাত নম্বর সিআর সেভেন। তিনি আপ্লুত। বক্তা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানান সৌদির এই ক্লাবকে। ইউরোপে তাঁর কাজ শেষ। এবার তিনি অন্য মিশনে। সরকারি ভাবে মাঠে নামার আগে ঘোষণা রোনাল্ডোর।
তবে এদিনও প্রশ্ন ওঠে, কেন তিনি ইউরোপের রাজপ্রাসাদ ছেড়ে চলে এলেন সৌদি আরবের রুক্ষ জীবনে। তাতে ক্রিশ্চিয়ানো জানান, ম্যানচেস্টারের সঙ্গে সম্পর্ক ছেদের পর, তাঁর কাছে ইউরোপের অন্য বড় ক্লাবের অনেক অফার এসেছিল। কিন্তু সাইতিরিশ বছর বয়সে দাঁড়িয়ে তিনি ঠিক করে ফেলেন, সৌদি আরবে আসার কথা। কারণ, এই ক্লাব থেকে তিনি ভবিষ্যতে অনেক কিছু করতে পারবেন।
তাহলে কী আগামী দিনে কোচিংয়ের ইঙ্গিত দিয়ে রাখলেন সিআর সেভেন ? তিনি কোনও কিছুই খোলসা করেননি। তাঁর ঘনিষ্ঠরা অবশ্য দাবি করছেন, আরব ব্লক এবং এশিয়ার ফুটবল ঘরানা বুঝতেই রোনাল্ডো আল-নাসেরকে বেছে নিয়েছেন।