রেকর্ড ও রোনাল্ডো, যেন এক হয়ে যাচ্ছে। তেমনই বৃহস্পতিবার আরও একটি রেকর্ড হতে চলেছে সিআর সেভেনের নামের সঙ্গে। বৃহস্পতিবার পর্তুগালের জার্সিতে সব থেকে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার নজির গড়তে চলেছেন ক্রিশ্চিয়ানো। লিঞ্চেনস্টাইনের বিরুদ্ধে বৃহস্পতিবার খেলবে পর্তুগাল। এই ম্যাচে রোনাল্ডো খেললে মোট ১৯৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলবেন তিনি। যা বিশ্ব রেকর্ড।
আন্তর্জাতিক ফুটবলে এখনও পর্যন্ত ১৯৬টি ম্যাচ খেলছেন সিআর সেভেন। সমসংখ্যক ম্যাচ খেলছেন কুয়েতের ফুটবলার বাদার-আল- মওতা। যিনি শেষ ম্যাচ খেলেছেন গত বছরের ১৪ জুন। ইতিমধ্যেই রোনাল্ডো জানিয়েছেন ২০২৪ সালে ইউরো খেলেই হয়তো তিনি বুট খুলে রাখবেন।
বিশ্বকাপ শেষের তিন মাস পর আবার সবাই মাঠে ফিরছে। বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে বিভিন্ন ফ্রেন্ডলি ম্যাচ। শুক্রবারের ভোরে মাঠে নামবেন মেসি।